বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৯ মে ২০২৪ ১২ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দলের সমস্ত ধরণের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার মুখ খুললেন বহুজন সমাজবাদী পার্টি প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিএসপি দলকে নিজের হাতে তৈরি করেছেন মায়াবতী। দেশবাসী তাঁকে ভরসা করে। দেশের মাটিতে বিএসপি-র গরিমা বৃদ্ধি করেছেন মায়াবতী। দল থেকে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা মেনে নিচ্ছি। তবে দলে না থাকলেও দলের হয়েই কাজ করে যাওয়ার কথা এদিন জানান আকাশ আনন্দ। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই আকাশকে দলের সমস্ত ধরনের পদ থেকে সরিয়ে দেন মায়াবতী। রাজনৈতিকভাবে এখনও তৈরি হয়নি আকাশ, এমনটাই মন্তব্য করেছেন মায়াবতী। একটি দলীয় সমাবেশে যে ভাষায় আকাশ কথা বলেছেন তার ফলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। ফলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে সময় নেয়নি বিএসপি সুপ্রিমো। লোকসভা নির্বাচনের বাজারে মায়াবতীর এহেন সিদ্ধান্তে অনেকেই হতবাক। যদিও বিজেপি একে নির্বাচনের গিমিক বলেই কটাক্ষ করেছে।